৫ লক্ষ টাকা জমা রেখে ‘সাংবাদিক’ কুণাল কে বিদেশ যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতা ও সাংবাদিক কুণাল ঘোষকে পাঁচ লক্ষ টাকা জমা রেখে বিদেশে যাওয়ার অনুমতি দিল। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, -‘আগামী ২১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিদেশ সফর করতে পারবেন তিনি’।সাংবাদিক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন লন্ডন সফরের সঙ্গী হতে চলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল।ওই সফরের অনুমতি চেয়ে সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হন সারদাকাণ্ডে অভিযুক্ত কুণাল। চিটফান্ড মামলায় অভিযুক্ত কুণালের পাসপোর্ট জমা রয়েছে। বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট পেতে প্রতি বারই তাঁকে আদালতের অনুমতি নিতে হয়। সেই মামলাতেই বুধবার বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, -‘ মামলাকারী যে বিদেশে যাবেন, তাঁর টাকার উৎস কী? বিদেশে যাওয়ার টাকাই বা কোথা থেকে আসছে? ‘ এই প্রশ্নের উত্তরে কুণালের আইনজীবী জানান, -‘তাঁর মক্কেল একটি সংবাদপত্রে কাজ করেন। সেই সূত্রেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ যাবেন তিনি। সেখানে যাওয়ার খরচও ওই সংবাদপত্রই দিচ্ছে’। এর পরেই আদালত জানায়, -‘ওই বিষয়টি আদালতকে আরও আগে জানানো উচিত ছিল’। পাঁচ লক্ষ টাকা জমা রাখার বিনিময়ে কুণালকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।আগের বিদেশযাত্রায় সব নিয়ম মেনেছেন কুণাল। তাই এবার অনুমতি না দেওয়ার কোনও কারণ দেখেনি আদালত।চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সেখানে তিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন তিনি। পেশাগত কারণে সেই সফরে যাওয়ার জন্য হাইকোর্টের অনুমতি চান কুণাল। মামলাটি ওঠে ডিভিশন বেঞ্চে। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী, জিষ্ণু চৌধুরী জানান, -‘আগেও কুণাল ঘোষ হাইকোর্টের নির্দেশে বিদেশে গিয়েছেন। সব শর্ত পূরণ করেছেন। এবারও তাঁকে অনুমতি দিক আদালত’।কুণাল ঘোষের বিদেশযাত্রায় কারা স্পনসর করছে? তা নিয়ে এদিন প্রশ্ন করে আদালত। প্রতুত্তরে কুণালের আইনজীবীরা জানান, -‘পেশাগতভাবে তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত, সেই সংস্থাই এই সফরে তাঁর ব্যয়ভার বহন করবে’। সেই সংক্রান্ত নথিও জমা দেওয়া হয় আদালতে। বিদেশ যাত্রা নিয়ে সিবিআইয়ের আইনজীবী জানান, -‘আগের সব শর্ত পূরণ করলে তাদেরও বিদেশ যাত্রায় আপত্তি নেই’। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি বসাক ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি দিয়েছেন। তবে শর্ত হিসাবে তাঁকে পাঁচ লক্ষ টাকা জমা রাখার পাশাপাশি, ফিরে এসে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।