খায়রুল আনাম,

বীরভূম : গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ যাত্রা গ্রামে একটি বাড়িতে হানা দিয়ে ৩২ কেজি পোস্তর খোলা উদ্ধার করে এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই পোস্তর খোলা থেকে আফিমের মতো মাদক তৈরী হয়। জেলায় কোথাও পোস্ত চাষ হয় না বলে আবগারি বিভাগ ও পুলিশ দাবি করছে। তারই মধ্যে এই বিপুল পরিমাণে পোস্তর খোলা উদ্ধার হওয়ায় মনে করা হচ্ছে যে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে নিশ্চয় পোস্ত চাষ হচ্ছে।

Leave a Reply