কাজল মিত্র :-নাকা চেকিং এর সময় ২৬টি চূরি যাওয়া মোবাইল সহ ২ জন কে আটক করল জামুড়িয়া থানার পুলিশ। সামনে দুর্গাপজো তাই প্রশাসনিকের পক্ষ থেকে এলাকায় আটোসাট নিরাপত্তার ব্যবস্থা করেছে জামুড়িয়া থানার পুলিশ। আজ সন্ধ্যা নাগাদ আখলপুর ব্রিজের কাছে নাকা চেকিং এর সময় পুলিশ একটি স্কর্পিও গাড়িকে আটক করে তল্লাশির সময় ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করে। গাড়িতে থাকা দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ওই মোবাইল গুলি চুরির। এর পরেই পুলিশ ওই দুজন কে আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই সমস্ত মোবাইল হুগলি জেলার আরামবাগ এলাকা থেকে চুরি হয়েছে। মোবাইল গুলি আসানসোল ও ঝাড়খণ্ডে সরবরাহ করার পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ঘটানার তদন্তে নেমেছে।