২৩ টা জেলাকে ডেস্কটপ কম্পিউটার দিল সারা বাংলা দাবা সংস্থা

মৃত্যুঞ্জয় রায়,

কলকাতা (১৫ ফেব্রুয়ারী ‘২৫):- প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য-র সাংসদ উন্নয়ন তহবিলের ১৫ লাখ টাকা অনুদান দিয়ে পশ্চিমবঙ্গের ২৩ টা জেলার দাবা সংস্থাকে একটা করে ডেস্কটপ কম্পিউটার, সিপিইউ ও ইউপিএস প্রদান করল ‘সারা বাংলা দাবা সংস্থা’।

আজ ‘ক্যালকাটা স্পোর্টস জার্ণালিস্টস ক্লাব’-এ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, গ্র্যাণ্ড মাস্টার তথা সারা বাংলা দাবা সংস্থা-র অধ্যক্ষ দিব্যেন্দু বড়ুয়া সহ একাধিক ব্যক্তির উপস্থিতিতে জেলার দাবা সংস্থাগুলোর হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “ইণ্ডোর স্টেডিয়ামের মতো জায়গায় খেলাই হওয়া দরকার, কিন্তু বর্তমানে অধিকাংশ সময় এর ঠিক বিপরীত কার্যকলাপ হতে দেখা যাচ্ছে, এটা আদপেই কাম্য নয়।”

রাজ্যের বিভিন্ন জেলার দাবা সংস্থার জেলা কার্যালয়ের কর্মকর্তাদের হাতে কম্পিউটার তুলে দিয়ে দিব্যেন্দু বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের দাবা খেলোয়াড়দের প্রস্তুতি তথা উন্নতির লক্ষ্যে এর আগে জেলা কার্যালয়গুলোকে ঘড়ি ও দাবা খেলার বোর্ড তুলে দেওয়া হয়েছিল, এবার প্রাক্তন সাংসদের ‘সংসদ উন্নয়ন তহবিল’ থেকে প্রাপ্ত অনুদানের অর্থে দেওয়া হল কম্পিউটার। আশা করব আমাদের খেলোয়াড়রা এবার কিছুটা হলেও নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবেন।”

Leave a Reply