Spread the love

ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইসিনকাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় “২২তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ২০২৪” উত্তর প্রদেশের বারানসীর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গত ২৮শে ও ২৯শে ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। ১৭টি রাজ্য থেকে প্রায় ১৫০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দ্য মার্শাল আর্টস একাডেমী বর্ধমানের চিফ কোচ রেনসি দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় সংস্থা থেকে মোট ৬ জন ক্যারাটেকা পশ্চিমবঙ্গের হয়ে অংশগ্রহণ করে এবং মোট ১২ টি পদক (৪ টি সোনা, ৩ টি রুপো এবং ৫ টি ব্রোন্জ) জয়লাভ করে।

পদক বিজয়ীরা হল অয়নতিকা সাহা (সোনা – কাতা ও সোনা – কুমিতে), লগ্নজিতা খাঁ (রুপো – কাতা ও সোনা – কুমিতে), শ্রেয়সী ঘোষ (ব্রোঞ্জ – কাতা ও সোনা – কুমিতে), প্রত্যুষা পাল (রুপো – কাতা ও রুপো – কুমিতে), মেঘনা রয় (ব্রোঞ্জ – কাতা ও ব্রোঞ্জ – কুমিতে) এবং চন্দ্রিমা চক্রবর্তী (ব্রোঞ্জ – কাতা ও ব্রোঞ্জ – কুমিতে) ।

দেবাশিসবাবু আরও জানান যে, জাতীয় স্তরের প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের পদক জয়ের খবরে সকলে খুব আনন্দিত ও গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *