• ২১ শে স্লোগান সমীরন দাস

প্রণাম লহ বাংলার বীর, লহ প্রণাম
রফিক, জব্বার, সালাম, বরকত
২১ শে শহীদ তোমাদের সেলাম!

আহা মরি বাংলা, বাংলা আমার ভাষা
বাংলা মায়ের মাতৃস্নেহ
এই জাতির বুকে ঠাসা।

রহিম যারে বলে আম্মা, রাম বলে মা
মায়ের ডাকের এমন ধারা
তুমি খুঁজে কোথাও পাবেনা ।

নজরুল সুর ভোর ভৈরবী, রবী ইমন সন্ধ্যা
লালন গোসাঁই বিবাগী বাউল
আর হাসন, করিম দিক পন্থা !

সন্ধ্যা ভজন এদিক তো অন্য দিকে আজান
বাউল ,মুর্শিদী ,ভাটিয়ালি, ঝুমুর
সে এই বাংলার প্রেম গান

ডাকবো মাকে বাংলায়, গাইবো বাংলার গান
যতই তুমি রক্ত ঝরাও
মাতৃ ভাষা আমার দীপ্ত স্লোগান ।

Leave a Reply