১৫টি নতুন হোটেল তৈরির নতুন চুক্তি করল আইএইচসিএল ও অম্বুজা নেওটিয়া গ্রুপ

~ এর ফলে এই লাক্সারি আইটিনারারির পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতে তাৎপর্যপূর্ণ সম্প্রসারণ হবে
~ এই চুক্তির ফলে দুপক্ষের পার্টনারশিপ পৌঁছে গেল ৪০+ হোটেলে

জুলাই ২১, ২০২৫: ভারতের সবচেয়ে বড় হসপিটালিটি কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (IHCL) আজ তাদের ব্র্যান্ডের আওতা জুড়ে অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে ১৫টি নতুন হোটেলের জন্য চুক্তি স্বাক্ষর করার কথা ঘোষণা করল। স্বল্প পুঁজির এই চুক্তির ফলে এই পার্টনারশিপের আওতায় এসে যাবে ৪০টির বেশি হোটেল।

পুনীত ছটওয়াল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, আইএইচসিএল, বললেন “রাজস্থান, কেরালা, গোয়া, আন্দামান ও লাক্ষাদ্বীপের মত জায়গায় হোটেল বানানোর যে যুগান্তকারী উত্তরাধিকার আইএইচসিএলের রয়েছে, এই চুক্তির ফলে তা এবার পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের পর্যটন সম্ভাবনা পূরণ করার কাজে ছড়িয়ে পড়বে। আমরা অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে আমাদের পার্টনারশিপ আরও সম্প্রসারিত করতে পেরে অত্যন্ত আনন্দিত। তারা এই অঞ্চলের মেজাজটাকে তুলে ধরার মত লাক্সারি হসপিটালিটি পরিকাঠামোর জন্য প্রসিদ্ধ।”

তিনি আরও বলেন, “প্রধানত তাজ ব্র্যান্ডের এই প্রকল্পগুলো আগামী পাঁচ বছরে চালু হয়ে যাবে বলে আশা করা যায়। ব্যাপারটা শুরু হবে চারটে হোটেল অপারেটিং চুক্তি স্বাক্ষর করার মধ্যে দিয়ে। একটা দার্জিলিং-এ তাজ, কলকাতা আর শিলিগুড়িতে সিলেকশনস আর লাটাগুড়িতে ট্রি অফ লাইফ।”

যে ১৫টি নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে হোটেল তৈরি করার জন্যে, সেগুলি গ্রীনফিল্ড, ব্রাউনফিল্ড এবং কনভারশন প্রকল্পের সংমিশ্রণ এবং পশ্চিমবঙ্গ, সিকিম ও হিমাচল প্রদেশে ছড়িয়ে আছে। এর মধ্যে আছে সুন্দরবন, দার্জিলিং, শিমলা ও রাবং-এ তাজ রিসর্ট; সিলেকশনস হোটেল কলকাতা আর শিলিগুড়িতে এবং লাটাগুড়িতে ট্রি অফ লাইফ। কিছু বাছাই প্রকল্পের মধ্যে আছে দার্জিলিং, সিকিম, লাটাগুড়ি আর রায়চকে তাজ ব্র্যান্ডের ভিলা।

হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ, বললেন “এই ঘোষণার সামান্য আগেই আইএইচসিএলের সঙ্গে অম্বুজা নেওটিয়া গ্রুপের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে ট্রি অফ লাইফ-এর জন্য। এটা দেখিয়ে দেয় যে আমাদের চলতি যৌথ উদ্যোগের শক্তি আর সাফল্য কতটা। প্রবাদপ্রতিম তাজ ব্র্যান্ডের মালিক আইএইচসিএল কিছুদিন আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হোটেল ব্র্যান্ড আখ্যা পেয়েছে। তারা বিশ্বমানের পরিষেবার জন্যে বিখ্যাত, ফলে তারা এই জায়গাগুলোকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে পারবে।”

নেওটিয়া আরও বলেন, “ভারতের অনাবিষ্কৃত এলাকা উত্তর-পূর্বাঞ্চলে ফরমাশ অনুযায়ী বিলাসবহুল ভ্রমণের দারুণ সম্ভাবনা রয়েছে। কার্শিয়াং-এর তাজ চিয়া কুটির-এ এই আর্থিক বছরে প্রিমিয়াম রুম ইনভেন্টরি যোগ হওয়া, পাশাপাশি দার্জিলিং, লাটাগুড়ি আর গ্যাংটকে যে তাজ ব্র্যান্ডের লাক্সারি ভিলাগুলো খুলতে চলেছে সেগুলো এই বিভাগে চাহিদার বৃদ্ধি প্রমাণ করে।

Leave a Reply