১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালনে প্রচার অভিযান বোলপুর শহরে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন এর উদ্যোগে, বোলপুর সাব ডিভিশন ব্লাড সেন্টার এলাকায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব শ্রী কবি ঘোষের নেতৃত্বে স্বেচ্ছায় রক্তদানের প্রচারে বোলপুর শহরে একটা পদযাত্রা অনুষ্ঠিত হয় l প্রায় ৬০ জনের একটা দল রক্তদানের প্রচার সম্পর্কিত পোস্টার নিয়ে গোটা শহর পরিক্রমা করে। মানুষ কে স্বেচ্ছায় প্লাজামা বা রক্তদানের বিষয়ে সচেতনতার বার্তা দেন l
পদযাত্রার শেষে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের পক্ষ হইতে রক্তদান আন্দোলনের রাজ্য নেতৃত্ব শ্রী কবি ঘোষ কে সম্মানিত করেন।একান্ত সাক্ষাৎকারে বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের জেলা সভাপতি নুরুল হক আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পদযাত্রা,রক্ত আন্দোলনের বিভিন্ন দিক ও জেলা ব্যাপী বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে কার্যকলাপ সম্পর্কে আলোকপাত করেন।