খায়রুল আনাম,
বীরভূম : বাংলা নববর্ষ নয়। ইংরেজি হ্যাপি নিউ ইয়ার। আর তার সাথে কড়া শীত। তাই বঙালীকে আর পায় কে। শীতের কাঁপুনি থেকে বাঁচতে তাই বাঙালী তনু-মন ঢেলে দিলো মদে। ডিসেম্বরের শেষ দিন থেকে হ্যাপি নিউ ইয়ারে জেলায় সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে বিক্রি হলো প্রায় সাত কোটি টাকার মদ। ৩১ ডিসেম্বর রাতেই বিক্রি হয়ে গিয়েছে চার কোটি টাকার মদ। বাকীটা তার পরের দিনে। জেলা আবগারি সুপারিন্টেন্ডেন্ট একলব্য চক্রবর্তী জেলায় এতো স্বল্প সময়ে মদ বিক্রির এই রেকর্ডে বেজায় খুশি। আর মদ বিক্রির তালিকায় শীর্ষস্থান দখল করেছে তারাপীঠ।