হেমন্তর বৃষ্টি ভেজা রাতে,
কৃষ্ণগোপাল ঘোষ
সেই মায়াবী কল্পনার বিলাসিতা থেকে আলোর পথে আসা,
এক স্বর্গীয় শান্তির আগমন বার্তায় সজ্জিত হয়ে পেলো ভাষা।
ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর বৈরাগ্যের ভাবনা,
কখন যেন উন্মুখ হয়ে থাকে একটু বাতাসের মিষ্টি কামনা।
কামনার গভীরে আছে শুধু কত বিষন্ন অন্তরের ভাবুকতা,
আরো উজ্জল হলো সব বিচ্ছুরিত মিষ্টি ভাবনার রহস্যে আবৃতা।
নয়তো একটা মন্তব্যের কতো মিলনের গান গাওয়া,
আরো উজ্জল হলো সব বিচ্ছুরিত মিষ্টি ভাবনার আবেশে পাওয়া।
সেই মায়াবী হেমন্তর বৃষ্টি ভেজা রাতে ঐ নীল আকাশে,
এসেছে জোয়ার এই মধুমাসের মিষ্টি বন্ধনে আবদ্ধ আবেশে।
ছিল কিছু কল্পনা মাখানো মুখ থেকে আলোর পথে,
এক অনির্বচনীয় শক্তির বিরুদ্ধে লড়াই এর ভীতি পাওয়া শর্তে।
সেই মায়াবী রাতের গভীরে কাল পেঁচা অন্তহীন সুখে,
এক নাগাড়ে ডেকে বলে এসো সাজিয়ে রাখা নিকষ কালো মুখে।
হৃদয়ে দিলে দোলা কিছু শিহরিত ভয়ের ভযংকর সৌন্দর্যে ,
সেই মায়াবী কল্পনার বিলাসিতা থেকে আলোর পথে আসা মাধুর্যে।
তখনো স্বপ্নের রেশ ধরে রাখার নিকষ কালো,
হারিয়েছে মহাকাশের কোন আলোক বর্তিকার প্রবল আলো।
সেই উজ্বল মায়াবী আলোর পথে হারিয়ে যাওয়া ,
উন্মুখ হয়ে থাকে একটু ভয়ের বিচ্ছুরিত হাওয়া
হবে না কোন কলুষিত হৃদয়ের উত্তাপ থামাতে,
এই বুঝি এলো ভয়ংকর ত্রাস হেমন্তর বৃষ্টি ভেজা রাতে।