হৃদয় ছুঁয়ে

নার্গিস পারভীন

মৃন্ময়ী দাঁড়িয়ে দুয়ারে
এলোকেশী, প্রদীপ হাতে
সুদূরে নয়ন মেলে;

ওই দিগন্তে দাঁড়ায়ে যে
প্রাণপ্রিয়, সঁপেছে হৃদয় তারে;

স্নিগ্ধ সমীরন যায় আসে
স্বপ্ন ঘ্রান মাখা–
আলো-আঁধারি সবখানে
ওরা অসীম দূরত্বে
দুটি হৃদয় ছুঁয়ে;

তাইতো কায়া, প্রাণহীন যেন
ওদের স্বপ্নাকাশে!!

Leave a Reply