হৃদয়ে শরৎচন্দ্র,

নীতা কবি মুখার্জী

শরতের স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে ধরণীতে এলেন আমাদের শরৎ
বাঙালির ভাঁড়ার পূর্ণ করলেন, তাঁর সৃষ্টি মহৎ।

সামতাবেড়ের ছোট্ট ছেলেটি ধন্য করলো মাটি
অতি দুরন্ত, খামখেয়ালী, লিখেছেন কথা খাঁটি।

শত দারিদ্রকে হার মানিয়ে পরেছেন বিজয়ী হার
বাঙালি জীবনে দিয়ে গেছেন তিনি অমূল্য উপহার।

সামাজের শোষনের বিরুদ্ধে কলম ধরেছেন তীক্ষ্ণ বাক্যবানে
নারী-হৃদয়ের ব্যথার কাহিনী চোখে জল ভরে আনে।

শুভ জন্মদিনে শ্রদ্ধার মালাটি দিলাম তোমার গলায়
রাজলক্ষ্মীর শ্রীকান্তকে কি কখনো ভোলা যায়?

Leave a Reply