হুগলি জেলায় লোক আদালতে মিটলো দশ হাজারের মত মামলা

পারিজাত মোল্লা ,

গত শনিবার হুগলি জেলা জুড়ে জাতীয় লোক আদালত বসে।এই জেলায় ২৭ টি বেঞ্চে ১০ হাজারের কাছাকাছি মামলার নিস্পত্তি ঘটে এবং সামগ্রিক নিস্পত্তি মামলার অর্থের পরিমাণ ৭ কোটি ২০ লক্ষ টাকা বলে জানিয়েছেন হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর সচিব শ্রীমতী মানালী সামন্ত।বিভিন্ন ব্যাঙ্কের ঋণখেলাপি, ট্রাফিক চালান,বিএসএনএল সহ বিভিন্ন বিষয়ে শুনানি চলে। হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার সাহানা খাতুন বলেন -” এবারে বেঞ্চ মেম্বার হিসাবে আমরা বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী অলকানন্দা রায় কে পেয়েছি “।

Leave a Reply