দেশের অন্যতম বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়া বহুদিন ধরে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কাজ করছে বহুদিন ধরে।সংগঠনের প্রাণপুরুষ অভিজিৎ রায় যিনি জাতীয় পরিচালক এবং সংগঠনের মহিলা বিভাগের জাতীয় পরিচালক সায়নি ব্যানার্জি শুক্রবার বিকেলে দক্ষিণ কলকাতার শরৎ সদনে আয়োজন করেন একটি মহা পুরষ্কার অনুষ্ঠান,২০২৪। মোট ৮৭ জন ব্যক্তিত্বকে সমাজে বিভিন্ন স্তরে ইতিবাচক ভূমিকার জন্য পুরষ্কৃত করা হয়।প্প পুরষ্কার বিভাগে ছিল সেরা প্রভাবশালী পুরষ্কার, নারী গর্ব পুরষ্কার, বেঙ্গল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও সমাজসাথী পুরষ্কার। প্রাপকদের মধ্যে ছিলেন ডা,: শান্তুনু রায়, ডা: প্রশান্ত চৌধুরী, ডা,: বাপ্পাদিত্য মণ্ডল, বিনোদন জগতের অনসূয়া মজুমদার , জোজো মুখার্জি, ইন্দ্রনীল মুখার্জি, বিভান ঘোষ প্রমুখ। এছাড়াও সংগঠনের বিভিন্ন রাজ্য কমিটির পক্ষে যাঁরা সঠিক দিশা স্থাপন করেছেন তাঁদেরও পুরষ্কৃত করা হয়।

Leave a Reply