নুরুল ইসলাম খান,
শনিবার ‘অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম এন্ড মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনে’র উদ্যোগে হাওড়া জেলায় আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর পক্ষে ইমাম জনাব মাওলানা মুফতি আইয়ুব আলী সাহেব। তিনি বলেন -” জেলার সকল ইমাম সাহেব গণ সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের সঙ্গে যুক্ত আছে”। আরো বেশি উদ্যোগী হবার পরামর্শ দেন। তিনি আরো বলেন যে-” স্কুল ছুট দের স্কুলমুখী হওয়ার উদ্যোগ বেশি করে নিতে হবে ইমাম সাহেবদের । তার সাথে সাথে ইমাম ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রতি বছরে ডিসেম্বর মাসে জীবিত থাকা শংসাপত্র জমা দিতে হবে। শংসাপত্র বাবদ কাউকে কোনো রকম কোনো টাকা দেবেন না”। এছাড়া উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর রাজ্য সহ-সভাপতি এসকে নুর আলী। তিনি বলেন -“১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার অধিকার দিবস সংখ্যালঘুদের অধিকার বুঝে নিতে হবে বিশেষ করে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সংখ্যালঘুদের যে সমস্ত অধিকারের কথা উল্লেখ আছে তা ভারত সরকারকে অবিলম্বে সংখ্যালঘুদের বুঝে দিতে হবে। এই দাবি আজকে সংখ্যালঘু অধিকার দিবস করা হলো। এছাড়া উপস্থিত ছিলেন আমতা দু’নম্বর ব্লকের ভোলা প্রতিনিধি ইমামুল হোসাইন সাহেব, পাঁচলা ব্লকের প্রতিনিধি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব ও জনাব ইসমাইল মোল্লা সহ জেলার বিভিন্ন ব্লকের ইমাম সাহেব গণ।