হাওড়া লায়ন্স ক্লাব ৬৩ তম বার্ষিক অনুষ্ঠানের উদযাপন।

লায়ন্স ক্লাব অফ হাওড়া ও লায়েন্স ইন্টারন্যাশনাল ডিসটিক 322B1 উদ্যোগে 63তম চাটার বার্ষিকী অনুষ্ঠান পালিত হয় বাইপাস সংলগ্ন পিসি চন্দ্র গার্ডেনে।লায়ন্স ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট বিজয় জৈন,সেক্রেটারি মুকেশ জৈন,কোষাধক্ষ্য বিনীত জৈন, চেয়ারপারসন শৈল্য জৈন, মমতা জৈন,হাওড়া লায়ন্সক্লাব পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও এডভাইজার পরমেশ্বর লাল সাহা,পবন পরশুরাম দুবে এবং লায়ন্স ক্লাবের সদস্য গন উপস্থিতিতে আজকের এই বিশেষ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিসি চন্দ্র গার্ডেন থেকে শুভ ঘোষের রিপোর্ট

Leave a Reply