হাওড়া মাছের বাজারে মর্যাদাপূর্ণ ইফতার পার্টি, সমাজ ও বাণিজ্যিক ব্যক্তিত্বদের উৎসাহী অংশগ্রহণ

হাওড়া, 23/ মার্চ (মোহাম্মদ নঈম): হাওড়া মাছের বাজারে একটি জাঁকজমকপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল, যেখানে শহরের প্রখ্যাত সমাজ ও বাণিজ্যিক ব্যক্তিত্বরা প্রচুর সংখ্যায় অংশগ্রহণ করেছিলেন।
ইফতার পার্টিটি মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল, যার উদ্দেশ্য ছিল রমজান মাসের পবিত্রতা ও বরকত লাভ করা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করা। অনুষ্ঠানে মাছের বাজারের ব্যবসায়ী, শিল্পপতি, রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উৎসাহের সঙ্গে অংশ নেন। অতিথিদের জন্য ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবারের বিশেষ আয়োজন করা হয়েছিল।
এই উপলক্ষে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী রমজানের গুরুত্ব এবং ব্যবসায়ী সম্প্রদায়ের ঐক্যের তাৎপর্য তুলে ধরেন। মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, “এই অনুষ্ঠান শুধুমাত্র রোজাদারদের জন্য একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং ব্যবসায়ী সম্প্রদায়কে একে অপরের কাছাকাছি আনার একটি দারুণ সুযোগও।”
ইফতার পার্টির সময় কলকাতা কবরস্থানের গুরুত্বপূর্ণ সদস্য শরফুদ্দিন আলি আহমেদ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং রমজান মাসে গরিব ও অভাবীদের সাহায্যের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ নিয়ে কথা বলেন। এই সময় মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ সোনকর সমস্ত অতিথিদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী, আব্দুস সালাম (রাজ) এবং ফিরোজ খান।
অনুষ্ঠানের সমাপ্তিতে দোয়া করা হয় যে, আল্লাহ তায়ালা দেশ ও জাতির উপর তাঁর রহমত বর্ষণ করুন এবং সমস্ত ব্যবসায়ীদের উন্নতি ও সাফল্য দান করুন।

Leave a Reply