হাওড়া আদালতে আইনজীবী আক্রান্ত ঘটনায় ৭ পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলো ডিভিশন বেঞ্চ 

মোল্লা জসিমউদ্দিন,

শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৬ বছর আগে হাওড়া জেলা আদালত চত্বরে আইনজীবী আক্রান্ত ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি ২৫ জুন।উল্লেখ্য, ২০১৯ সালে ২৪ এপ্রিল হাওড়া আদালত চত্বরে মোটরবাইক রাখাকে কেন্দ্র করে অশান্তময় হয়ে ওঠে আদালত চত্বর।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেছিল পুলিশ। আদালত সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। সেই মামলার শুনানি ছিল এদিন। হাইকোর্ট জানায় , -‘পুলিশ আধিকারিক ভাবনা গুপ্তা, বিশাল গর্গ, ভি এস আর অনন্ত নাগ, গোলাম সারোয়ার, অভিজিৎ  ব্যানার্জি , বিপিন তামাং, রাজর্ষী দত্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। ব্যক্তিগতভাবে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে আদালতকে’। হাওড়া জেলা আদালতের এক আইনজীবী জানান , “২০১৯ সালে বাইক রাখা ও অটো থেকে আইনজীবীর নামাকে কেন্দ্র করে হাওড়া পুরসভার কিছু কর্মীদের সঙ্গে একটা বচসা হয়। সেই বচসা মারামারি জায়গায় চলে যায়। সেই সময় হাওড়া কোর্টের উকিল ও হাওড়া পুরসভার উকিলদের ঝামেলা হয়।  হাওড়া কোর্টের সিনিয়র আইনজীবীদের মারধর করা হয়। বেশ কয়েকজনের চেম্বার তছনছ করে। মহিলা উকিলকে পুরসভার ভিতরে ঢুকিয়ে অশ্লীল গালিগালাজ করা হয়’। পার্কিং নিয়ে গন্ডগোলের জেরে আইনজীবীদের উপর লাঠিচার্জের অভিযোগে ৭ জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ জুন তাঁদের হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। জানা যাচ্ছে, আইপিএস ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্ত – এই ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Leave a Reply