হাওড়ার পরিবেশকর্মী তপন দত্ত খুনের মামলায় দ্রুত তদন্ত শেষ করতে বললো কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন ,

বুধবার হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশকর্মী তপন দত্ত খুনের মামলায় চলতি বছরের মধ্যে তদন্ত শেষ করে ট্রায়াল শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী এদিন জানিয়েছেন, -‘১১ বছর আগের মামলা। অনেক তথ্য পরিবর্তিত হয়েছে।টপোগ্রাফিও পরিবর্তন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় ৪৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে ‘। সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে।বিচারপতি এদিন সিবিআই-কে প্রশ্ন করেন, “আপনাদের কত সময় লাগবে তদন্ত শেষ করতে?” সিবিআই অন্তত ৬ মাস সময় দেওয়ার কথা বলেছেন। বিচারপতি জানতে চান, তদন্ত শেষ করতে নাকি চার্জশিট দিতে? সিবিআই বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’তপন দত্ত খুনের হাওড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়, কল্যাণ বসু, ষষ্ঠী গায়েন-সহ শাসক দলের একাধিক নেতা ও বিধায়কের নাম জড়িয়েছিল। তপন দত্তের স্ত্রীর অভিযোগ প্রাথমিক চার্জশিটে অরূপ দত্তের নামও ছিল।পরবর্তী সময়ে সিআইডির পক্ষ থেকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে কোনও কারণ না দেখিয়েই ৯ জনের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির বিরুদ্ধে। এঁরা প্রত্যেকেই ছিলেন তৃণমূল নেতা। ২০১৪ সালে যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে চার্জশিটে নাম থাকা বাকিরাও বেকসুর খালাস পেয়েছিলেন। ২০১৭ সালে কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতের সেই রায় খারিজ করে দিয়েছিল। অভিযুক্তরা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তবে শীর্ষ আদালত হাইকোর্টের রায়ই বহাল রেখেছিল।এদিন কলকাতা হাইকোর্টের এই নির্দেশে এই মামলার তদন্ত আরও গতি পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply