Spread the love

কোলকাতা (২৩ মার্চ ‘২৪):- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হোলির প্রাক্কালে আজ হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মুখরাম কানোরিয়া রোডের ‘শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণজী ও অন্যান্য দেবদেবী’-র মন্দির থেকে এক ধর্মীয় শোভাযাত্রা বেরিয়ে কোলকাতার সত্যানন্দ পার্কের কাছে এসে শেষ হয়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে বেলা ১২ টার পর থেকে বেশ কিছুক্ষণ সময় রবীন্দ্র সেতুর উপর ভক্ত সমাগমের ভীড় পরিলিক্ষত হয়। শোভাযাত্রা চলাকালীন ভক্তবৃন্দগণ বিভিন্ন রঙের আবীর খেলতে থাকে।
বলে রাখা ভালো, গত ১৯ মার্চ থেকে উৎসব উপলক্ষ্যে ভক্তগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ললিতকুমার বাঘেলা জানিয়েছেন, “১৮৮৪ সালে এই মন্দির স্থাপনা হয়েছিল। পশ্চিমবঙ্গের এই মন্দিরের পাশাপাশি ভারতের অন্যান্য প্রদেশেও আমাদের জনহিতকর কর্মকাণ্ড চলে আসছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *