হাইকোর্ট সংলগ্ন টেম্পল ভবনে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
মোল্লা জসিমউদ্দিন,
গরমের তীব্রতা যখন ক্রমশ বাড়ছে।তখন অগ্নিকান্ডের ঘটনা ঘটলো কলকাতা হাইকোর্ট লাগোয়া এক প্রাচীন ভবনে।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট চত্বরে ছড়াল প্রবল আতঙ্ক। কলকাতা হাইকোর্টের পাশের ভবনে লাগল আগুন। এদিন দুপুরে আদালতের একেবারে পার্শ্ববর্তী ভবন টেম্পল চেম্বার বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটে। এদিকে এখানেই রয়েছে বর্ষীয়ান আইনজীবী বিকাশ ভট্টাচার্য-সহ বিভিন্ন আইনজীবীর চেম্বার।এদিন টেম্পল চেম্বার ভবনের দরজার সামনে আগুন লাগে।এরফলে জনমানসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ভবনের চারপাশে রয়েছে প্রচুর সংখ্যক খাবারের দোকান। সামনের দিকে প্রচুর গাড়ি।আর তার মধ্যে রাস্তাও তো জনবহুল। এরফলে আগুন লেগেছে এই খবর ও আতঙ্ক ছড়াতে সময় লাগেনি। মুহূর্তের মধ্যে পড়ে যায় হইচই।আইনজীবীদের প্রচুর গাড়িও পার্ক করা থাকে এখানে । এরফলে দমকলের গাড়ি ঢুকতেও প্রাথমিকভাবে সমস্যা হয়। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। তবে স্থানীয় দোকানিরাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।আইনজীবীরা ভয়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেনন। তবে ওই এলাকায় দমকলের ইঞ্জিন ঢোকানোই সবথেকে বড় চ্যালেঞ্জ। টেম্পল চেম্বারের কয়েক পা দূরেই বিধানসভা। কিন্তু মাঝের স্বল্প রাস্তাতেও এত বেশি ট্রাফিক, সেখান থেকে গাড়ি আসতে সমস্যা হয়। আইনজীবীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফায়ার পকেট রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। টেম্পল চেম্বার চত্বর পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শতাব্দী প্রাচীন এই ভবনে প্রচুর বিভিন্ন ধরনের তার ছড়িয়ে রয়েছে। শর্ট সার্কিট হয়ে থাকারও সম্ভাবনা রয়েছে। সব দিকটা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।এই ভবনে দুটি লিফ্ট রয়েছে। একটি পুরোনো লিফ্ট। এদিন সেই লিফ্টের সামনেই আগুন লাগে। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে অনুমান। টেম্পল চেম্বার ভবনের তিনতলায় আইনজীবী বিকাশ ভট্টাচার্যের চেম্বার। তিনি ছাড়াও বহু আইনজীবী বসেন সেখানে। এরফলে কাগজ পত্র ফাইলের কোনও অন্ত নেই। তাই আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে ভুগতে থাকেন সবাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।