হাইকোর্ট কে সিবিআই জানালো -‘ আজ সুবীরেশ কে পেশ করা হবে সিবিআই এজলাসে ‘

মোল্লা জসিমউদ্দিন

, শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন -‘ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আবার শনিবার(আজ) আদালতে হাজির করানো হবে’।  নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশকে হাজিরার জন্য ১০ দিন সময় দিয়েছিল আলিপুর  আদালতের সিবিআই এজলাস । এ নিয়ে গত বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি  অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তারপরই এই তথ্য এদিন জানালো সিবিআই ।গত মঙ্গলবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ধৃত কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সুবীরেশ কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। এই মামলায় গত বৃহস্পতিবার সিবিআইয়ের কাছে একাধিক প্রশ্ন তুলে রিপোর্ট চায় ডিভিশন বেঞ্চ । বেঞ্চ জানায়,-‘  নিয়োগ দুর্নীতির তদন্ত কী পর্যায়ে রয়েছে, তদন্ত শেষ করতে আর কতদিন লাগতে পারে? এই তদন্তের জন্য সুবীরেশকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে কি না? দুর্নীতিতে তাঁর কী ভূমিকা রয়েছে, তাঁর বিরুদ্ধে আর কোন মামলা বিচারাধীন রয়েছে তা সিবিআইকে রিপোর্ট দিয়ে জানাতে হবে’। তবে ওইদিন  সুবীরেশের জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত।প্রসঙ্গত,  শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তত্‍কালীন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে গ্রেফতার করে থাকে  সিবিআই। আদালতে সিবিআই এর দাবি , -‘এসএসসির চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশের নির্দেশে নির্দিষ্ট কয়েক জন পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল’। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতা না করার অভিযোগও আনা হয়েছে সুবীরেশের বিরুদ্ধে।আজ আলিপুর আদালতে সিবিআই এজলাসে পেশ করার কথা রয়েছে সুবীরেশ ভট্টাচার্য কে। 

Leave a Reply