হাইকোর্টে শুভেন্দুর বিরুদ্ধে মামলা গ্রহণের শুনানি পিছিয়ে গেল তিন সপ্তাহ

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনী রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট । সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসা মামলাকে ‘ অত্যন্ত জরুরি নয়’ বলেও মন্তব্য করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।শুভেন্দু অধিকারীকে জোড়া রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এর সিঙ্গেল বেঞ্চ।যদিও ডিভিশন বেঞ্চে আপিল পিটিশন দাখিল করেছে রাজ্য।রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া ২৬ টি এফআইআরে স্থগিতাদেশের পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আসানসোলের মর্মান্তিক ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে নয়া এফআইআর দায়ের করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।তবে সুপ্রিম কোর্ট  রাজ্যকে ফের কলকাতা হাইকোর্টে ফিরিয়েছিল এবং ডিভিশন বেঞ্চে যেতে বলেছিল। এই বেঞ্চে রাজ্যের আবেদন মঞ্জুর হলেও আপাতত কোনও লাভ হল না। এদিন।কলকাতা হাইকোর্ট জানিয়েছে, -‘রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার আবেদন আপত্‍কালীন বিষয় নয়। তাই তিন সপ্তাহ পিছল এই মামলার শুনানি’। এরপর নির্দিষ্ট বেঞ্চে আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাত্‍ শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ আপাতত বহাল। বিজেপি বিধায়কের বিরুদ্ধ মামলা করা যাবে না এই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে রাজ্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। মামলা দায়ের করেন আইনজীবী আবু সোহেল ও রাজ্য। এদিকে শুভেন্দু অধিকারীর এই রক্ষাকবচ নিয়ে হাইকোর্টের এক বিচারপতিকেই নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসানসোলের ঘটনার দায় যে তিনিও এড়াতে পারেন না, এই মন্তব্য করেছেন তিনি।

Leave a Reply