হাইকোর্টে আইনী স্বস্তি পেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাখিল মামলা।এই মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিল, -‘ ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার’। এই মামলার শুনানি পর্বে  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, -‘আগামী ২১ জুন এফআইআর-এর গ্রহণযোগ্যতা রয়েছে কিনা? তার বিচার হবে। তার আগে মামলাকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না’। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রথমে তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে বিচারপতি সেনগুপ্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলা থেকে সরে দাঁড়ান। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন রাজ্যের তরফে বলা হয়, -‘এফআইআর রুজু হয়েছে। তদন্ত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে’। গত ৫ মে রোড শো করে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক হসপিটাল মোড়ের চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। পাল্টা বিজেপি কর্মীরাও স্লোগান দেয়। এরপরই দু’পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় অভিজিতের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল শিক্ষক সংগঠন। অভিজিতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাদের সম্ভ্রমহানি, মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।এই ঘটনায় খোকন মাইতি নামে বিজেপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। পরে তার জামিন হয়ে যায়। এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, -‘বিজেপি কর্মী খোকন মাইতির মামলায় অভিযোগ ভিত্তিহীন। কারণ যে মহিলা অভিযোগ করেছিলেন তার কোনও গোপন জবানবন্দি নেওয়া হয়নি’। রাজ্যের এজির উদ্দেশে বিচারপতি ঘোষ জানিয়েছেন , ”আপনি জানেন কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনও হয়রানি করবেন না।” এজি পাল্টা বলেন, নিশ্চিত করছি ১৫ জুন পর্যন্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ এবং তার পরের কিছুদিন পর্যন্ত স্বস্তি পেলেন কলকাতা হাইকোর্টের একদা বহু চর্চিত বিচারপতি তথা তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Leave a Reply