হাইকোর্টের পর্যবেক্ষণে পিছিয়ে গেল আরজিকর দুর্নীতি মামলার চার্জ গঠন, আজ ফের শুনানি
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার চার্জগঠন পিছিয়ে গেল আলিপুর আদালতে । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -‘প্রয়োজনীয় নথি হাতে পাওয়ার পর থেকে চার্জগঠন এবং ‘ডিসচার্জ পিটিশন’ অর্থাৎ মামলা থেকে অব্যাহতি চেয়ে জেলবন্দি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে মামলা করেছেন, তার জন্য একটা গ্রহণযোগ্য সময় দিতে হবে অভিযুক্তদের’। আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফের এই মামলার শুনানি হবে। তবে এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, -‘সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা দেখার দায়িত্ব উচ্চ আদালতের’।৬ ফেব্রুয়ারির মধ্যে আরজিকরে আর্থিক দুর্নীতি মামলার চার্জগঠনের শেষ দিন ধার্য করা হয়েছিল। তার আগে অবশ্য এই মামলা থেকে অব্যাহতি চেয়ে সন্দীপ ঘোষ, সুমন হাজরা, আশিস পাণ্ডেরা আবেদন জানিয়েছিলেন আদালতে। এই আবেদনের শুনানি আজ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টায়। তারপর চার্জগঠন হতে পারে। কলকাতা হাইকোর্টের নজরদারিতেই আলিপুর আদালতে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে মামলার চার্জগঠন প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ায় অভিযুক্তরা জামিন পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।আরজিকর দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিরোধিতা করে সন্দীপ ঘোষ যে আবেদন করেছিলেন তা দু বার খারিজ করে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এ বিষয়ে বৃহস্পতিবার ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। এরপরই প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি জয়মাল্যা বাগচী ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে মামলা করেন সন্দীপ ঘোষ।সেখানে সন্দীপ ঘোষের আইনজীবীরা জানান , -‘ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় পনেরো হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি।’ সেক্ষেত্রে একক বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে, এই প্রশ্ন ছিল সন্দীপের আইনজীবীদের। এদিন কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষ এও বলেন, ‘ফেয়ার ট্রায়াল সবার অধিকার। চার্জশিট পেশ ও অনুমোদনের মধ্যে আমাদের ভূমিকা কোথায়? সকলেই হেফাজতে রয়েছে।’এদিন সন্দীপ ঘোষের এই সওয়ালের পক্ষে কার্যত মত দিয়েছে আদালত। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, -‘প্রত্যেক অভিযুক্তের সপক্ষে বক্তব্য রাখার আধিকার রয়েছে। এত কাগজ পড়ার সময় দিতে হবে। এত তাড়াহুড়ো করলে হবে না’।আজ অর্থাৎ শুক্রবার পুনরায় এই মামলার শুনানি রয়েছে।