সাধন মন্ডল,
আজ সোমবার সারেঙ্গা ব্লক অফিস প্রাঙ্গনে সারেঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সারেঙ্গা ব্লক এলাকার স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক উন্নয়ন ঘটাতে ১৫০ টি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে দশটি করে মোট দেড় হাজার হাঁস বাচ্চা তুলে দেওয়া হলো। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে হাঁস বাচ্চা তুলে দেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম ,সাথে ছিলেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা লোহার, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দিব্যেন্দু সন্নিগ্রহী প্রমূখ। হাঁস বাচ্চা হাতে পেয়ে নেতুরপুর গ্রামের মিঠু কুম্ভকার বলেন গোষ্ঠীর মহিলাদের বিভিন্নভাবে আর্থিক উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে ব্যাংক মারফত ঋণদান প্রকল্প এবং হাঁস বাচ্চা মুরগির বাচ্চা সহ অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতা করে চলেছেন আমরা যদি সরকারের এই প্রকল্পগুলি ঠিকমতো রূপায়ণ করতে পারি তাহলে আর্থিক উন্নয়ন অবশ্যই ঘটবে।