নন্দীগ্রামের ভূমি পুত্র ডক্টর অশোক কুমার প্রধান, হোমিওপ্যাথিক ক্যানসার চিকিৎসক বিগত ৫০ বছর ধরে প্রশংসার সঙ্গে ক্যানসার রোগীর চিকিৎসায় সুনামের অধিকারী হয়েছেন । এছাড়া দেশ-বিদেশে তার নামে প্রসার ঘটেছে তারই পূর্বসুরি ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় বড় দিদি ডক্টর মাধুরী বসাক সুনামের সঙ্গে এই চিকিৎসা শাস্ত্র চালিয়ে যাচ্ছেন। দেশের প্রতি ভালবাসার জন্য এক ঝটিকা সফরে দেশের বাড়ি নন্দীগ্রাম এসেছেন। আগামী দিন উনি বিদেশের পথে যাত্রা করছেন। উনাকে ধন্যবাদ জানাবো ও আমাদের মত সাধারণ রিপোর্টারদের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে উনি আমাদের ধন্য করেছেন । ওনার দীর্ঘায়ু কামনা করি এবং পুনরায় আবার সাক্ষাৎ হবে এই আশা করে আমরা উনার শুভযাত্রা কামনা করছি ।
ডক্টর প্রধানের ভাগ্নি মৌমিতা ও সুন্দরবন ঘুরে গেলন । রবিনহুড নামক নতুন ছবির পর্যবেক্ষণ করে গেলেন । উনি হলিউডের স্ক্রিট রাইটার । জেনে সবার ভালো লাগবে উনার এখনোও সিটিজেনশিপ ইন্ডিয়ান রেখেছেন ।আমরা শুনে গর্বিত হলাম, উনার এই কর্মের জন্য অনেক শুভাশিস থাকলো, অপেক্ষায় থাকবো উনার নতুন ছবির জন্য।
