হলদিয়া বন্দরে ‘সিবিআই তদন্ত’ বহাল রাখলো সুপ্রিম কোর্ট
পারিজাত মোল্লা,
সোমবার ‘সুপ্রিম’ ধাক্কা গেল রাজ্য সরকার। এদিন হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য এর আবেদন খারিজ হয়। সোমবার সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ কে বহাল রাখলো,তাতে চাপে পড়ে গেল রাজ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।সম্প্রতি কলকাতা হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। দাখিল পিটিশনে রাজ্যের দাবি ছিল, সিবিআইয়ের বদলে পুলিশেকই তদন্তের ভার দেওয়া হোক।এদিন এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ উঠে। এই অভিযোগে রাজীব পাল, শ্যামল আদক প্রমুখ কে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ।ধৃতদের পক্ষে হাইকোর্টের মামলা দাখিল করা হয় ।সম্প্রতি হাইকোর্ট নির্দেশ দেয় , – ধৃত রাজীবকে জামিনে মুক্ত করতে হবে। পুলিশ যে ভাবে তদন্ত করছে, তা সন্তোষজনক নয়’। এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ওই মামলার সমস্ত নথি দিয়ে সাহায্য করতে পুলিশকে নির্দেশ দেয় হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। তাতে চাপে পড়ে গেল রাজ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।