হপিং
দিলীপ রঞ্জন ভাদুড়ী।
মন্টু পুলিশ বর্ধমান লাইনে পূজার ডিউটি তে গলসী থানা তে এসেছে। রাত ১২টা বাজে ভিড় কমছে না। ষষ্ঠীর রাতেই এত ভিড়
হবে,সেটা মন্টু ভাবতে পারে নি। সর্বমংগলা পাড়াতে শালির বাড়ি।ভায়েরার বাড়িতেই উঠেছে। ডিউটিতে আসার আগে শালির সাথে কথা হয়েছে, রাতে ফিরে খাবে।তবে রাত ১২ টা বাজলে ,আর খাবে না। প্যান্ডেল
কমিটি যে প্যাকেট দেবে সেটা ই
খেয়ে নেবে।মন্টু লাইনে ব্রিফিং মন
দিয়ে শুনে নিয়েছে, ডিউটি চলা
কালীন কি কি লক্ষ্য রাখতে হবে।
কোন পরিচিত ক্রিমিনাল ঘোরা ঘুরি করছে,দেখলে ছেড়ে দিলে
হবে না। আটকে ভাল ভাবে জিজ্ঞাসা বাদ করে,নিঃসন্দেহ হলে
তবে ছাড়া যাবে।নইলে পেট্রোল
ভ্যানে তুলে দিতে হবে।আর ভিড় ফাঁকা না হওয়া পর্যন্ত ডিউটি করতে হবে।মন্টু অনেক দিন বর্ধমান কোর্টে পোস্টিং এ ছিল।
চোর ,বদমাশ ভালোই চেনে। রাত ১১টা নাগাদ কমিটির প্যাকেট এলো। পুলিশ বলতে মন্টু আর সব
সিভিক। প্যাকেট খুলে দেখল শুধু
চপ আর ঘুগনি। তবে এবার পুজোয় এটাই ব্র্যান্ড। ভাবলেন ফিরতে ফিরতে রাত ১ আগে নয়।
কেবল চপ মুখে তুলছে,দেখে গলসীর ব্যাঙা চোর কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। সাথে কেউ নেই। চপ এক টুকরো মুখে নিয়েছে, ব্যাঙা ঠিক সামনা সামনি।চপ মুখে রেখেই বলল,এই ব্যাঙা কি করছিস। ব্যাঙা লক্ষ্য করেনি যে ওর মন্টু
স্যার ডাকছেন। চমকে উঠে রাস্তার পাশে তাকাতেই দেখে “মন্টু স্যার”।
বলল ও” মন্টু দা”। মন্টু দা শুনেই অবাক হয়ে দেখল।মন্টুর অনেক পরিবর্তন হয়েছে। স্যারের বদলে
দাদা বলছে।নিশ্চয় কোন রাজনৈতিক দলে ঢুকেছে। আটক করলে কৈফিয়ৎ দিতে হতে পারে।
তাই বললেন, তুই কি করছিস।ব্যাঙা বলল আপনাকে আমি দাদা বলেছি, আর আমাকে ” তুই তুকারী করছেন”? কেন ভাই বা তুমি বলতে অসুবিধা কি!সিভিক রা দূরে আছে তাই, না হলে আমার
মান সম্মান থাকত! বলল” যাক,কি
বলছিলেন,বলুন”। মন্টু আর চপ ঘুগনি খাওয়া হল না।হাতের প্যাকেট টা ফেলে দিল। এবার বলল ” কি করছ ,ভাই”। ব্যাঙা উত্তর দিল ” ও এই কথা!হপিং করছি,পুজোয় যা সবাই করে”।
হপিং শুনে দেখল আর এগোন ঠিক হবে না। রাতটাই ষষ্ঠী পুজোয়
কেটে যাবে। বলল ” বেশ ভাই, হপিং কর”। শেষ রাতে শালির বাড়ি ফিরে শুনল ,পাশের বাড়ির
বাড়িতে তালা মেরে সবাই পুজো দিতে গিয়েছিল, ফিরে দেখে বাড়ির তালা ভাঙা। মন্টু শুনেও কিছু বলল না। হাত মুখ ধুয়ে ভায়েরা ভাইয়ে পাশে শুয়ে পড়ল।
বেলা ৯টায় উঠে মুখ ধুয়ে শালির হাতের এক কাপ গরম চা নিয়ে বসল। ভায়েরা ভাই বলল “দাদা,রাতে ঘুমের মধ্যে কি যেন বলছিলে।তুমি হপ,হপ,হপ বলছিলে”। মন্টু বলল ‘” তুমি হয়তো ভুল শুনেছ'”।
*** *** ***