হঠাৎ দেখা
রাসমণি ব্যনার্জী
হঠাৎ যদি তোমায় আবার পেতাম
কেমন হতো বলো দেখি
বলতে তুমি কেমন আছো প্রিয়া
কোথা থেকে তুমি একি!
হঠাৎ যদি এমন হতো বলো
অনেক দিনের পরে দেখা
বলতে তুমি কেমন আছো সখি
এমন সময় কেন একা ।
হঠাৎ করে বলে উঠতাম আমি
আমায় দেখে খুশি নয় কি
বলতে তুমি এমন কথা বলে
লজ্জা করে আমার ছিঃ ছিঃ।
তেমন সময় হঠাৎ বৃষ্টি এলে
ছুটে যেতাম মন্দিরে তে
ছেলেবেলার পড়ত কথা মনে
কেমন আছো বলো মিতে।
আকাশ জুড়ে কালো মেঘের রাশি
হঠাৎ তোমার হাতে আমার হাত
যাবার বেলায় বলতে তুমি হেসে
কাটিয়ে যাবে কিছুক্ষণের রাত।