স্মার্ট ক্লাসরুম ও হাসপাতালে প্রসূতি মায়েদের বিশ্রামাগার টয়লেট মাতৃদুগ্ধ পান কেন্দ্র উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ১৯ মার্চঃ আমেরিকার লাস ভেগাসে ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য বিশ্রামাগার, টয়লেট ও মাতৃদুগ্ধ পান কর্ণার নির্মাণ করা হয়। মাথায় আচ্ছাদন, ফ্যান-লাইট, অ্যাকোয়াগার্ড সহ পানীয় জল, টয়লেট মাতৃদুগ্ধ পান কর্ণার সাজিয়ে তোলা হয়। সুসজ্জ্বিত এই কর্মকাণ্ডের আজ উদ্বোধন করেন প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। উপস্থিত ছিলেন বিএমওএইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি অগ্নিনির্বাপন কেন্দ্রের ওসি সঞ্জয় দত্ত, মেমারি ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও প্রথম পর্বে যক্ষ্মা রোগীদের ২০ জনকে খাদ্যদ্রব্য প্রদানের পর আবার দ্বিতীয় পর্বে আরও ২০ জনের দায়িত্ব নেন এই মহান হৃদরোগ বিশেষজ্ঞ। আজ এই অনুষ্ঠান মঞ্চ থেকে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে দ্বিতীয় পর্বের প্রথম মাসের খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এছাড়াও মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন মেমারির গর্ব এই চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। উল্লেখ্য তিনি কিছুদিন আগেই আর্থিক সহযোগিতা দিয়ে একটি বড় হলঘর নির্মাণ করে উদ্বোধন করেন এবং তখন ঘোষণা দিয়েছিলেন কক্ষটিকে স্মার্ট ক্লাসরুমে সাজিয়ে দেবেন। সেই কথা মত বিদ্যালয়ে ২০০ টি রাইটিং প্যাড সহ চেয়ার ১৫টি স্টেজের স্টিল চেয়ার ও তিনটি সুদৃশ্য টেবিল, স্ক্রিনসহ প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, ইলেকট্রিকেশনফিকেশন ইত্যাদি কাজ করে স্মার্ট ক্লাসরুমটিকে সুসজ্জিত করেন। সেই কক্ষে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ২০২৫ বর্ষে নবাগত ছাত্রদের বরণ অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথির সঙ্গে প্রধান শিক্ষক কেশব কুমার ঘোষাল, সহকারী প্রধান শিক্ষক অশোক দাস, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আশীষ ঘোষ দস্তিদার এবং আমেরিকা নিবাসী চিকিৎসকের প্রতিনিধি সেখ সামসুদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, স্টাফবৃন্দ ও ছাত্রছাত্রীরা। পঙ্কজ কুমার দাঁ স্মৃতি মাল্টিপারপাস হলে প্রবেশের আগে বিদ্যালয়ে থাকা বিদ্যাসাগরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন চিকিৎসক ও সভাপতি এবং স্মার্ট ক্লাসরুমে স্বর্গীয় পঙ্কজ কুমার দাঁ এর ছবিতে মাল্যদান করেন তার সুযোগ্য পুত্র ডাঃ বুদ্ধদেব দাঁ। এদিন প্রজেক্টরের মাধ্যমে বিদ্যালয়ের ১২৫ বছরের ইতিহাস সংক্ষিপ্ত সারে স্লাইড শো এর মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠানের মধ্যে শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ সংগীত পরিবেশন করেন ডাক্তার বুদ্ধদেব দাঁ আর্থিক সহযোগিতা দিয়ে স্মার্ট ক্লাসরুমটিকে নির্মাণ ও সুসজ্জিত করে স্কুলকে দিতে পারায় আনন্দিত এবং তার ইচ্ছা সফলভাবে সম্পন্ন বলে জানান।

Leave a Reply