স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হুগলিতে বিনামুল্যে স্বাস্থ্য শিবির

নীহারিকা মুখার্জ্জী

গত ১ লা জুলাই ছিল রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা চিকিৎসা জগতের ‘ধন্বন্তরী’ হিসাবে পরিচিত ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই মহান ব্যক্তির জন্মদিনটি আবার ‘ডক্টর’স ডে’ বা ‘চিকিৎসক দিবস’ হিসাবে পালন করা হয়। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এইদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয়। কিন্তু হুগলির সাহাগঞ্জ এস এন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন গত কয়েক বছর ধরে দিনটি একটু অন্যভাবে পালন করে আসছে।

সংস্থার উদ্যোগে এবং রাসবিহারী শক্তি সমিতির সহযোগিতায় সংশ্লিষ্ট ক্লাব প্রাঙ্গনে একটি সম্পূর্ণ বিনামুল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই দিনের শিবির থেকে আড়াই শতাধিক মানুষ সম্পূর্ণ  বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহন করে। 

বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে শিবিরে চোখের পাওয়ার পরীক্ষা, ছানি নির্ণয় ও পরে প্রয়োজনমত  অপারেশনের ব্যবস্থা সহ দাঁত, নাক, কান ও

গলার পরীক্ষা করা হয়। এছাড়াও পায়ের নার্ভের পরীক্ষা, শল্য চিকিৎসা, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার সহ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো রক্তের সমস্ত রকম পরীক্ষা করা হয়। বর্তমানে বহু মানুষ এমন কিছু সমস্যায় ভোগে যারজন্য ব্যয়বহুল ফিজিওথেরাপির প্রয়োজন হয়। তাদের জন্য তারও ব্যবস্থা ছিল। প্রসঙ্গত সংস্থাটি নুন্যতম খরচে এলাকার বাসিন্দাদের জন্য সারাবছর ধরে ফিজিওথেরাপির ব্যবস্থা করে থাকে। ছিলেন বেশ কয়েকজন জেনারেল ফিজিসিয়ান।

যেসব চিকিৎসকদেল কাছে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় এই শিবিরে সেই সব বিখ্যাত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।ডা. আর এম ঘোষ (শল্য চিকিৎসক), ডা. পি কে গিরি (নাক, কান, গলা), ডা. সুব্রত নারায়ন সুর (ডেন্টাল), ডা. সুদীপ্ত নাগ (ফিজিওথেরাপি) সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পেয়ে সাধারণ মানুষ খুব খুশি। চক্ষু বিভাগটি পরিচালনা করেন বাঁশবেড়িয়ার রোটারী আই হসপিটাল কর্তৃপক্ষ। 

শিবিরে উপস্থিত ছিলেন হুগলি-চুঁচুড়ার  পৌরপ্রধান অমিত রায়, বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবী। সারাবছর ধরে যেসব স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের স্বার্থে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলে তাদের পক্ষ থেকে সম্পাদকরা উপস্থিত ছিলেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে তাদের সম্বর্ধনা দেওয়া হয়। 

ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভানেত্রী ইন্দ্রানী নাগ, সম্পাদক সুদীপ্ত নাগ, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সংস্থার একনিষ্ঠ সদস্য সুদীপ গুঁই সহ শরৎ সিংহ, মিত্যুন দত্ত, পিনাকী নন্দী, রাখী গুঁই, সোমা সাঁতরা, রুবি দত্ত সহ সংস্থার প্রায় সকল সদস্য। উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য ডাঃ অভিজিৎ চ্যাটার্জী।

সুদীপ বাবু বললেন - আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে শুধু স্থানীয় এলাকার নয় রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গার দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। সহৃদয় ব্যক্তিরা যদি সাহায্যের ডালি নিয়ে আমাদের পাশে দাঁড়ান তাহলে বেশি সংখ্যক দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারব। তার কাছে আরও জানা গেল - ১ লা জুলাই রবিবার নাহলে তার আগে বা পরের নিকটবর্তী রবিবার তারা এই শিবিরের আয়োজন করে থাকে।

Leave a Reply