Spread the love

স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিশুদের শিক্ষা উপকরণ ও বয়স্কদের শীতবস্ত্র প্রদান সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে নেতাজির জন্মদিন পালন, ইলামবাজারে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম;- সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,ক্লাব,স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে নেতাজী সুভাষচন্দ্র বোসের ১২৭ তম জন্মদিবস যথাযথ ভাবে পালন করলো। অনুরূপ বীরভূম জেলার ইলামবাজারের “প্রত্যাশা তোমার আমার সবার”- নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অসহায় ও পিছিয়ে পড়া পথ শিশুদের নিয়ে “প্রত্যাশা হৈ চৈ”অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এই দিনটি বিশেষ ভাবে পালন করে থাকেন। এ বছর সংগঠনের পক্ষ থেকে ইলামবাজার চৌপাহারি জঙ্গলের চারটি আদিবাসী পাড়ার শিশু ও বাসিন্দাদের নিয়ে আমখই ফসিল পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজীর আদর্শ ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।শিশুদের নানান ধরনের উপহার ও শিক্ষা উপকরণ এবং বয়স্কদের শীতবস্ত্র প্রদান করা হয়। স্থানীয় আদিবাসী ক্লাব ও সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। সংস্থার সভাপতি আব্দুল খালেক মল্লিক জানান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়ের পৃষ্ঠপোষকতায় এবং পূর্ব বর্ধমানের জেলার বিশিষ্ট সমাজ সেবক দাতা আব্দুল লালন সাহেবের সার্বিক সহযোগিতায় গত ২৫ শে ডিসেম্বর থেকে শীতবস্ত্র প্রদান কর্মসূচি গ্রহণ করে আজ ২৩ শে জানুয়ারি তা সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *