স্বীকারোক্তি,

  ববি সরকার, 

একটা নীল রঙের আকাশ খুঁজতে সহস্র জোনাকির সাথে রাত জেগেছি।
ফাগ মেখেছি দুচোখ ভরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনায়।
উড়ন্ত রাতের সফরে ঘুমন্ত নদী পেরিয়ে এসেছি কবেই।
তবু আজো ঘুড়ির সুতোয় হাত কাটার ভয়টা শেষ হলোনা।
শেষ হলোনা , না লেখা কথার যন্ত্রণা।
বারবার যান্ত্রিক গোলযোগের খবরে সান্ত্বনা হাতড়াই,
আসলেই তো মানুষ আমি যন্ত্র না।

Leave a Reply