জাহিরুল হক (রাজা মাস্টার),
স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ছবি তুলতে গিয়ে চুরির ঘটনা ঘটলো মঙ্গলকোট থানার অন্তর্গত ঝিলু গ্রামে।এতে ঝিলু গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।আজ আনুমানিক দুপুর দুটো নাগাদ ঝিলু গ্রামের ধর্মতলা এলাকাতে ধান ব্যাবসায়ী অশোক গড়াই ওরফে কালো গড়াই তার পরিবারকে নিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ঝিলু পঞ্চায়েতে ছবি তুলতে গিয়েছিলেন,ঠিক এই সময় তার বাড়ির পাঁচিল টপকে বাড়ির তালা ভেঙে চুরি হয়ে গেল বেশ কয়েক ভরি সোনার গয়না এবং আনুমানিক চল্লিশ হাজার টাকা।অশোক বাবু বাড়ি ফিরে দেখেন তার বাড়ির তালা ভাঙা।আলমারি,বাক্স, বাড়ির সমস্ত জিনিস পত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে।অশোক বাবু মঙ্গলকোট থানায় খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।দিনে দুপুরে বাড়িতে চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।পুলিশ জানিয়েছেন খুব তাড়াতাড়ি চোরকে ধরা হবে।
ছবি ফাইল চিত্র