শুভ ঘোষ,

আজ কলকাতা প্রেসক্লাবে মানুষের জন্ম নিঃস্বার্থ,নিষ্কাম, কর্মযোগ ও ভক্তি মার্গে প্রতীক ১২৬ বছরের বয়সে জীবিত স্বামী শিবানন্দ বাবা তার একটি বই প্রকাশ করা হয় কলকাতা প্রেস ক্লাবে। সানি শিবানন্দ বাবা ২১শে মার্চ ২০২২ এ পদ্মশ্রী ভূষিত করা হয়। রাষ্ট্রপতি ভবনে (দ্বরবার হলে) রাষ্ট্রপতি নিজের হাতে সম্মানিত করেন। 1896 সালে ৮ই আগস্ট খুবই গরীব ঘরে জন্ম গ্রহণ করেন। স্বামী শিবানন্দ বাবা দৈবকি উপায়ে রোগ মুক্তি ও সমস্যার সমাধানের উপায় মানুষের কাছে তুলে ধরেন এই বই প্রকাশের মাধ্যমে।

Leave a Reply