Spread the love

“স্বামী বিবেকানন্দের আবির্ভাব তিথি পণ্ডিতপুরে”

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পন্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ২রা ফেব্রুয়ারী শুক্রবার পালিত হয় বীরসন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২ তম আবির্ভাব তিথি ।এই উপলক্ষে পন্ডিতপুর কালিবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি শ্রীমৎ স্বামী গোরানন্দ মহারাজের সভাপতিত্বে শুরু হয় বিশেষ অনুষ্ঠান।উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ ,ব্রহ্মচারী শ্রী অমৃত চৈতন্য , জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মাধবানন্দ মহারাজ, পন্ডিতপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সদাত্মানন্দ মহারাজ,শিক্ষক সোমনাথ মুখোপাধ্যায় ,ডঃ রবীন ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ এবং স্বামীজীর প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।পাশাপাশি ব্রততীর্থ ইনস্টিটিউশনের নতুন শিক্ষাবর্ষের পড়ুয়াদের বরণ করা এবং শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।এছাড়াও ১০০ জন দুঃস্থ ব্যাক্তিদের মধ্যে কম্বল প্রদান করা হয় আশ্রমের পক্ষ থেকে। সারাদিন ধরে পূজা-পাঠ,হোম-যজ্ঞ ও নাম -সংকীর্তন অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ অন্ন সেবা গ্রহণ করেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *