স্বামীজীর জন্মতিথি পালন সারেঙ্গা আশ্রমে

। :—সাধন মন্ডল, বাঁকুড়া:–যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব পালিত হলো জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের সারেঙ্গা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণ করে পূজা পাঠ, পূজা অর্চনা ,ভোগ আরতি নরনারায়ণ সেবা ও পড়ুয়াদের বস্ত্র দান এর মধ্য দিয়ে দিনটি পালিত হলো। আশ্রমের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দজি মহারাজ বলেন সারাদিন পুজো অর্চনার পথ স্বামীজি ,ঠাকুর ও শ্রী শ্রী মায়ের জীবনী নিয়ে বিশদ আলোচনা হয় উপস্থিত ছাত্র-ছাত্রী ও ভক্তবৃন্দের কাছে স্বামীজীর কথা তুলে ধরা হয়। স্বামীজীর জন্ম তিথি উৎসব উপলক্ষে সারেঙ্গা রামকৃষ্ণ আশ্রমে ৫ শতাধিক ভক্তের সমাগম ঘটেছিল।।

Leave a Reply