স্বর্ণ পদক প্রাপ্ত তবলাবাদকের ৫০ বছর পূর্তি

সেখ সামসুদ্দিন, ২১ সেপ্টেম্বরঃ স্বর্ণ পদক প্রাপ্ত তবলাবাদক অরুণ কান্তি পালের সঙ্গীত জগতে ৫০ বছর পূর্তি। দীর্ঘ এই ৫০ বছরে বহু ছাত্র-ছাত্রীকে তালিম দিয়েছেন, পাশাপাশি খ্যাতনামা শিল্পীদের সঙ্গে সঙ্গত করে দেশবিদেশে খ্যাতি অর্জন করেছেন। তার ছাত্রদের মধ্যে অনেকেই সফলভাবে সঙ্গীত জগতে বিচরণ করছেন। এই অরুণ কান্তি পাল হলেন অবিভক্ত মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক স্বর্গীয় দুর্গাপদ পাল মহাশয়ের সুযোগ্য পুত্র। মেমারি ১ ব্লকের গন্তার গ্রামের বাসিন্দা এই শিল্পী বৃদ্ধ বয়সেও কচিকাঁচা ছেলেমেয়েদের তৈরি করছেন। আজ মেমারি সুলতানপুরে অনুকুল ঠাকুরের মন্দিরে এইরকমই কচিকাঁচাদের নিয়ে একটি তবলা লহরার আয়োজন করেন। সেখানে দেখা যায় ৪ বছর বয়সী শিশু থেকে অনেকেই অংশগ্রহণ করেছে যার মধ্যে একটি ছয় বছরের কন্যাও আছে। এই তবলা শিক্ষা অতীতে শুধু ছেলেরা করত কিন্তু বর্তমানে মেয়েরাও পিছিয়ে নেই। আজকের লাহরায় অংশগ্রহণ করেছে এক পুলিশকর্মীর শিশু কন্যা এবং এখানে যেসব ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যেমন মধ্যবিত্ত পরিবারের আছে, তেমনি নিম্নবিত্ত পরিবারেরও অনেক ছেলে-মেয়ে আছে। যারা খুব কষ্ট করে সঙ্গীতকে ভালোবেসে ছেলেমেয়েদের শিক্ষা দিচ্ছেন বলে জানান তবলা বাদক অরুণ কান্তি পাল।

Leave a Reply