স্বর্গীয় অনুভুতি

সমাপ্তি ভট্টাচার্য্য,

বনলতা তোমার অন্ধকার চুলে,
খুঁজে ফিরি পৃথিবীর পথ!
তোমার পাখির নীড়ের মতো চোখে,
হাজার বছরের প্রতীক্ষা!
দারুচিনি দ্বীপের ভিতর সাজাই,
ভালোবাসার রথ!
শ্রাবস্তীর কারুকার্য মুখমন্ডল,
দেয় স্বর্গীয় ভালোবাসার দীক্ষা।

Leave a Reply