এদিন পূর্ব বর্ধমানের খাজা আনওয়ার বের হাইস্কুলে জেলা পুলিশের মহিলা থানার স্বয়ংসিদ্ধা কর্মসূচি বর্ধমান সহযোদ্ধার সহযোগিতায় অনুষ্ঠিত হলো ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস, সাবিন্সপেক্টর রিয়া পাল, বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল পাল, বর্ধমান সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীরা।
এই দিনের এই কর্মসূচিতে মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কবিতা দাস ছাত্রীদের কিভাবে নিজেকে সমাজ এবং অন্যান্য জায়গার থেকে সুরক্ষিত রাখবে, কম বয়সী বিয়ে এবং তার কুফল সেই সঙ্গে সেই প্রসঙ্গে আইন কি আছে, এছাড়া পক্সো আইন, পাচার সহ বিভিন্ন সচেতনতামূলক বিষয় সম্পর্কে সচেতন করেন।

এছাড়াও ফেসবুকের অপব্যবহার সেই সঙ্গে মোবাইল ফোনের নিরাপদ ব্যবহার সহ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার না করার তিনি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল বাবু জানান, জেলা পুলিশের মহিলা থানার এই উদ্যোগ বিদ্যালয়ের পড়ুয়াদের সচেতন করতে পারছে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন বিপদ থেকে তারা রক্ষা পাচ্ছে বলে জানান।

Leave a Reply