Spread the love

স্বপ্ন দেখার সাহসী প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সম্মানিত করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার


দীপঙ্কর সমাদ্দার: কলকাতার সল্টলেকে
ইন্ডিস্মার্ট হোটেলে “শুরু এন্টারটেইনমেন্টস ” এর আয়োজনে অনুষ্ঠিত হলো মিহির উদ্যোক্তা অ্যাওয়ার্ডস এন্ড এস আর এস সম্মান ২০২৩ । উদ্যোক্তাদের পক্ষে স্নেহা ও দেবজিত জানালেন তারা ডি এস ডি গ্রুপের একটি ইউনিট চার বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা সফলভাবে শুরু করেছেন ।এই বছর তারা উদ্যোক্তা এবং প্রতিভাদের অনুপ্রাণিত করতে চেয়েছেন যারা মহামারী এবং অন্যান্য সমস্ত জীবনের প্রতিবন্ধকতা থেকে বেঁচে আছেন এবং তাদের লক্ষ্য অর্জন করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ হল বাঙালি উদ্যোক্তা যারা স্বপ্ন দেখেন সফল ব্যবসায়ী হওয়ার তাদের জীবনকে আরো বেশি উজ্জল পূর্ণ করে দেওয়ার জন্য তাদের অ্যাওয়ার্ড এ সম্মানিত করা হয়। মঞ্চ আলোকিত করলেন ।স্নেহা ও সুচন্দ্রা চক্রবর্তী মঞ্চে আমন্ত্রণ জানালেন সম্মানিত সুদীপ রঞ্জন সরকারকে (মেভেরিক চলচ্চিত্র নির্মাতা, আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক ,মনোবিজ্ঞানী, কবি, চিত্রশিল্পী এবং আন্তর্জাতিক অভিনেতা) বিশেষ সম্মানে সম্মানিত করার জন্য। এস আর এস সম্মানের সম্মানিত হলেন গ্রাফিক ডিজাইনার অনামিত্র পাল । Jenny Adams and her beautiful family সিনেমায় সুন্দর অভিনয়ের জন্য রেশমি শর্মা। সম্মানিত হলেন সেরা সুরকার সাইবল সেন (স্যাক্সোফোন পিয়ানো হারমোনিকায় বিশেষায়িত একটি বাদ্যযন্ত্র)। সড়ক ২ সিনেমার বেস্ট প্লেব্যাক গায়িকা হিসাবে উর্বি চ্যাটার্জী বিশেষ সম্মানের সম্মানিত হলেন এবং তিনি তাঁর অসাধারণ কণ্ঠে দুই একটি গান পরিবেশন করলেন। উপস্থিত হলেন সম্মানিত অতিথি রিতা ঝাওয়ার তিনি একজন ব্যবসায়ী নারী, একজন সমাজ কর্মী, অভিনেত্রী এবং পিয়ানো বাদক। কাকলি রায়চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দেবশ্রী এবং মিসেস শুভশ্রী নেজ মোশন পিকচারস এর লিডিং চরিত্র হিসাবে সম্মানিত হলেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ আসন গ্রহণ করলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, অভিনেত্রী সর্বপ্রথমেই এরকম একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানালেন স্নেহা ও দেবজিৎ কে তিনি বললেন এই ধরনের সম্মান মানুষকে ভালো কাজ করার প্রেরণা যোগায়, এ প্রজন্মের স্বপ্ন দেখার সাহসী কথা নিয়ে যে সমস্ত উদ্যোক্তারা সমাজে কাজ করছেন তাদের জন্য মিহির উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার তিনি সম্মানিত করলেন মোহর বুটিক (বেস্ট শাড়ি বুটিক) , ট্যারোট উইথ ঈশিতা,যশস্বী মেকআপ, রুসার বিউটি ক্লিনিক এন্ড একাডেমি, মায়াস রিসোর্ট, উদীয়মান ইউটিউবার বং সোলমেট, ইয়োমারিস প্রি স্কুল, সেরা প্লাস সাইজ মডেল জেনিথ রায়, সেরা ক্যাফে ডিনার 49,সমাজসেবী মিমি দাস , সেরা রেজিন শিল্পী অঙ্কিতা, সেরা ইউনিসেক্স ক্যুচার প্রাকাম্য , সেরা মডেল প্রিয়াঙ্কা সরকার ও লিসা রায়, দ্যা পশ পিঙ্ক বুটিক। অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানের স্পন্সরদের বিভিন্ন ভাবে উৎসাহ দেওয়ার জন্য সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারুক ওমার, যার কন্ঠে মানুষ সমগ্র অনুষ্ঠান জুড়ে মোহিত হয়েছিল। এক কথায় এই ধরনের উৎসাহ মূলক অনুষ্ঠান অনবদ্য।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *