সঞ্জয় হালদার,

তুনতুড়ি- সুইসা অঞ্চলের “আস্থা মহিলা স্বনির্ভর সংঘ সমবায় সমিতির” বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা অঞ্চলের লেংডী প্রাথমিক স্কুলে এই সভাটি অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, তুনতুড়ি-সুইসা গ্রাম পঞ্চায়েত প্রধান, মহিলা সংঘের সংঘ নেত্রী বৃন্দা সহ ৩৭০টি স্বনির্ভর দলের প্রতিনিধি। আজকে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেননা ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই সরকার গ্রামীণ অঞ্চলে দারিদ্র দূরীকরণে উদ্যোগী হয়েছেন। এর মূল উদ্দেশ্য স্বনির্ভর গোষ্ঠী গঠনের মাধ্যমে সবাইকে স্বনির্ভর করে তোলা।আজকের বার্ষিক সাধারণ সভায় মা-মাটি-সরকারের বিভিন্ন জনমুখি প্রকল্প গুলি থেকে কিভাবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সশক্তিকরণ, ক্ষমতা বৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে এবং সহজে ঋণ লাভ পাবে সে বিষয়ে আলোচনা হয়। বর্তমানে সরকার সারা দেশে সর্বক্ষেত্রের সাথে সাথে মহিলা স্বনির্ভর দলগুলিকে প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা এবং বিপণনের সহযোগীতার মাধ্যমে রোজগারের এক নতুন দিশা দেখিয়ে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন।

Leave a Reply