Spread the love

স্থায়ী সরকার গড়তে প্রভাবশালী আফগান নেতাদের চাইছে তালিবান 

এস.মন্ডল
১৯৯০ সালের পুনরাবৃত্তি চাইছেনা বর্তমান তালিবান নেতৃত্ব। তাই আগেকার তুলনায় পরিণত তালিবান নেতৃত্ব দেশে স্থায়ী সরকার গড়তে প্রভাবশালী আফগান নেতাদের চাইছে। উজবেক, তাজিক এবং হাজারো জনজাতি থেকে প্রতিনিধিত্ব নিয়ে সরকার চাইছে তালিবান। গুলবুদ্দিন হেকমতিয়ার, হামিদ কারজাই,  আবদুল্লা আবদুল্লা, আব্দুল রশিদ দোস্তম, আমারুল্লা সালেহ, আহমেদ মাসুদ,আতা মহম্মদ নূর, মহম্মদ করিম খলিলিদের মত নেতাদের চাইছে তালিবান নেতৃত্ব। গুলবুদ্দিন হেকমতিয়ার হলেন আফগানিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী,  হামিদ কারজাই হলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট,  আবদুল্লা আবদুল্লা হলেন প্রাক্তন আফগান ভাইস প্রেসিডেন্ট,  আব্দুল রশিদ দোস্তম হলেন তাজিক নেতা,  আমারুল্লা সালেহ হলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট,  আহমেদ মাসুদ হলেন পঞ্জশির এলাকার তালিবান বিরোধী নেতা,  আতা মহম্মদ নূর হলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং মহম্মদ করিম খলিলি হলেন হাজারো জনজাতির নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *