স্ত্রী খুনে স্বামী কে যাবৎজীবন জেল দিল বারাসাত আদালত

নিজস্ব প্রতিনিধি, 

স্ত্রী কে পুড়িয়ে মারার মামলায় নিহতের স্বামী কে যাবৎজীবন জেল দিল বারাসাত আদালত।শুক্রবার এই রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ( ফ্র‍্যাস্ট ট্রাক পঞ্চম এজলাস) অনিরুদ্ধ সাহা।৩০২ এবং ৪৯৮এ ধারায়  দন্ডিত স্বামী দুলাল মুখার্জি কে ৩০২ ধারা অর্থাৎ খুনের জন্য যাবৎজীবন জেলের পাশাপাশি ১৫ হাজার টাকার আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাস সশ্রম কারাদণ্ড। এর পাশাপাশি ৪৯৮এ ধারায় বধূ নির্যাতনের জন্য ২ বছর জেল এর সাথে ৫ হাজার টাকার আর্থিক জরিমানা অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড চলবে বলে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনিরুদ্ধ সাহা তাঁর আদেশনামায় উল্লেখ করেছেন। এই মামলায় ১৮ জন সাক্ষ্যদান করেছেন। আদালত সুত্রে প্রকাশ,  বারাসাত থানা এলাকায় ২০০২ সালে দুলাল মুখার্জি তাঁর স্ত্রী গীতা মুখার্জি কে কেরোসিন তেল নিয়ে অগ্নিদগ্ধ করে খুন করে থাকে। বিয়ের পর থেকে দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন ওই স্বামী। বারাসাত আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনিরুদ্ধ সাহার এজলাসে এই মামলায় গত বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী দোষী সাব্যস্ত হন।শুক্রবার অর্থাৎ এদিন যাবৎজীবন সাজা দেন বিচারক। 

Leave a Reply