সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ-এর লক্ষে স্টুডেন্ট ক্রেডিটকার্ড প্রদান অনুষ্ঠান জঙ্গলমহলের খাতড়ায়। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার তিনটি মহকুমাতেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছাত্র-ছাত্রীদের অথবা তার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল। দক্ষিণ বাঁকুড়ার খাতড়া মহকুমাতেও তার ব্যতিক্রম ঘটেনি। মহকুমা শাসকের কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 25 জন ছাত্র-ছাত্রী মধ্যে একজন অনুপস্থিত থাকায় 24 জন উপভোক্তার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হল। কয়েকজন ছাত্র ছাত্রীও অভিভাবক অভিভাবিকা দের হাতে এগুলি তুলে দেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) খাতড়া মহকুমা অনিমেষ সৎপতি , বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক, ইউকো ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিক বৃন্দ। দুপুর 12 টায় অনুষ্ঠানের সূচনা করেন মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী। খাতড়া মহকুমা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে উপভোক্তারা এসেছিলেন উপভোক্তাদের মধ্যে নার্সিং ছাত্রী প্রতিমা কর্মকার বলেন এই ঋণের টাকা পেয়ে আমি ও আমার পরিবার উপকৃত এর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীকে আন্তরিক শ্রদ্ধা জানাই ।এই ধরনের একটি প্রকল্প চালু করায় অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন সফল হবে ।সাথে এরকম একটি অনুষ্ঠানের মধ্যে আমাদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেওয়ায় মহকুমাশাসক কেউ আন্তরিক শ্রদ্ধা জানাই। ছাত্র-ছাত্রীরা বেশির ভাগেই বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনায় ব্যস্ত থাকায় তাদের পরিবারের হাতে ঋণের কাগজপত্র তুলে দেওয়া হল অভিবাবকরা খুশি তাদের এই সুযোগ করে দেওয়ার জন্য