Spread the love

স্কুলের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো মঙ্গলকোটে 

সেখ রাজু , মঙ্গলকোট, 

পূর্ব বর্ধমান জেলার  কাটোয়া মহকুমার অধীনে  মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি ও ব্লকের সহযোগিতায় মঙ্গলকোট ১ নং চক্রের পরিচালনায়, প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের কাটোয়া মহকুমার ৪০ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার । অগণিত দর্শকের উপস্থিতিতে মঙ্গলকোটের চানক অঞ্চলের গনপুর হাইস্কুল ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দৌড় প্রতিযোগিতা, দীর্ঘলম্ফন, উচ্চলম্ফন, যোগাসন, জিমন্যাস্টিক, ফুটবল নিক্ষেপ, আলু মাকু দৌড় সহ বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা । মহকুমা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারবে । স্বাস্থ্য ঠিক তো সবকিছু ঠিক । শিশু মনের বিকাশে খেলাধুলার অতুলনীয় প্রভাব আছে । শৈশবে খেলাধুলা একদিকে যেমন শারীরিক গঠনের সহায়তা করে, ঠিক তেমনি বুদ্ধি বিকাশেও অগ্রণী ভূমিকা গ্রহণ করে  ।এদিন উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক অর্চনা পি. ওয়াংখেড়ে, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মঙ্গলকোট ১ নং চক্র শ্যামল ঘোষ, মঙ্গলকোট  বিধায়ক অপূর্ব চৌধুরী, কেতুগ্রাম  বিধায়ক শেখ শাহনওয়াজ, মঙ্গলকোট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশচন্দ্র বারুই,  মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি শেখ আবু বক্কর, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মঙ্গলকোট ১ নং চক্রের সভাপতি সুবিকাশ গায়েন, বিশিষ্ট সমাজসেবী ধ্রুব ভট্টাচার্য, কেতুগ্রাম, কাটোয়া এবং মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির বিভিন্ন সভাপতি ও কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *