স্কুলের পোশাকে বিশ্ববাংলার লোগো, দাখিল মামলা,
মোল্লা জসিমউদ্দিন,
সোমবার কলকাতা হাইকোর্টে দাখিল হলো স্কুলে নির্ধারিত পোশাক নিয়ে জনস্বার্থ মামলা।এই মামলার শুনানি হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে। স্কুলের পোশাক নীল-সাদা করার পাশাপাশি বুকে বিশ্ব বাংলার লোগো লাগানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । এই সরকারি লোগো ব্যবহারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর আইনজীবী জানান , ‘স্কুলের পোশাক নীল-সাদা করার বিষয়টি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই।তবে পোশাকে। বিশ্ব বাংলার লোগো ব্যবহার করার বিষয়েই আপত্তি রয়েছে।” এই মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে দাখিল হয়েছে ।গত রবিবার সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে নীল ও সাদা রঙের পোশাকের সঙ্গে বিশ্ব বাংলার লোগো ব্যবহারের নোটিশ দেওয়া হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিকে। এই পোশাক তৈরি করবে স্বনির্ভর গ্রুপ গুলি। জানা গেছে, স্কুল পড়ুয়ারা আগে স্কুলের ব্যাগ এবং জুতো পাবে। ব্যাগের উপরেও থাকবে সরকারি লোগো।দাখিল মামলায় মামলাকারী জানিয়েছেন , ‘ওই লোগোটির বদলে স্কুলের লোগো ব্যবহার করতে দেওয়া উচিত’। এই মামলার শুনানি হতে পারে চলতি মাসের শেষ সপ্তাহে বলে জানা গেছে ।