স্কুলের কম্পিউটার চুরিতে পুলিশি হেফাজতে স্কুলেরই শিক্ষক! 

পারিজাত মোল্লা
স্কুলের কম্পিউটার চুরিতে ধৃত সেই স্কুলেরই শিক্ষক জড়িত!  হ্যাঁ ঘটনা টি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায়।শুক্রবার দুপুর কাটোয়া মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয় ধৃত শিক্ষক কে।মঙ্গলকোট এলাকার  একটি স্কুলের একাধিক তালা ভেঙে ১৩ টি কম্পিউটার চুরির অভিযোগে ওই স্কুলেরই চুক্তি ভিত্তিক কম্পিউটারের শিক্ষককে গ্রেফতার করেছে  মঙ্গলকোট থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম শুভাশিষ সাহা ।তাঁর বাড়ি ভাতার থানার নিত্যানন্দপুর গ্রামে । শুক্রবার ধৃতকে কাটোয়ার এসিজেএম আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ।চলতি মাসের ২১ তারিখে মঙ্গলকোট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বেলগ্রাম নলিনীরঞ্জন বিদ্যামন্দির বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি গোহগ্রামের বাসিন্দা রামকেশব ভট্টাচার্য । পুলিশের কাছে তিনি অভিযোগে জানান, গত অক্টোবর মাসের ১৫ তারিখে স্কুলে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে  কম্পিউটার রুমের ১০ টি কম্পিউটার, ২ টি প্রোজেক্টর ও পাশের প্রধান শিক্ষকের রুম থেকে আরও ৩ টি কম্পিউটার চুরি হয়ে গেছে । একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে । লন্ডভন্ড অবস্থায় রয়েছে অফিস রুমের সমস্ত নথিপত্র ।’পাশাপাশি তিনি  অভিযোগ পত্রে জানান -‘ইতিপূর্বেও স্কুলের ২ টি মিনি সাবমার্সিবল পাম্পও চুরি হয়েছিল’ ,অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে স্কুলের চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষক শুভাশিষ সাহার চুরিতে জড়িত থাকার কিছু প্রমান পায় পুলিশ । গত বৃহস্পতিবার শিক্ষককে আটক করে জেরা করতেই তিনি চুরিতে জড়িত থাকাত কথা কবুল করেন বলে পুলিশের দাবি। জানা গেছে  গত ২০১১ সাল থেকে স্কুলে কম্পিউটারের শিক্ষক হিসাবে চুক্তি ভিত্তিক কাজ করে যাচ্ছেন পুলিশি হেফাজতে থাকা শিক্ষক  । 

Leave a Reply