খায়রুল আনাম,
বীরভূম : প্রকাশ্য দিনের আলোতেই স্কুটিতে বোমা নিয়ে যাওয়ার সময় তা ফেটে যাওয়ায় গুরুতরভাবে আহত হয়েছে রামপুরহাটের জয়কৃষ্ণপুর গ্রামের শেখ রাহুল ও জেলা মাড়গ্রামের মুকুলেশউদ্দিন আলি। ঘটনাটি ঘটেছে নলহাটির সরধা গ্রামের কাছে একটি পেট্রোল পাম্পের কাছে। আহত ২ জনকে পুলিশ নিয়ে গিয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে।